Friday, May 10

আশঙ্কামুক্ত রেশমা, দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা : সাভারে ভবন ধসের ১৭তম দিনে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পাওয়া রেশমা সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, রেশমা আশঙ্কামুক্ত।

এদিকে রেশমাকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার সিএমএইচে যাচ্ছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব আবুল কালাম আজাদ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী রেশমার সঙ্গে ফোনে কথা বলেছেন বলেও জানান প্রেস সচিব।

শুক্রবার বিকেল ৪টা ২৮ মিনিটে ধ্বংসস্তূপ থেকে রেশমাকে উদ্ধার করে সেনাবাহিনীর একটি অ্যাম্বুলেন্সে করে সাভার সিএমএইচে নেওয়া হয়।

গত ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে 'রানা প্লাজা' নামের নয় তলা ভবনটি ধসে পড়ে। ইতিহাসের ভয়াবহতম ভবন ধসের এই ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ৩৩ জনে।(ডি নিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়