ঢাকা : জিম্বাবুয়ের খেলোয়াড় এলটন চিগুম্বুরা ও হ্যামিল্টন মাসাকাদযা দাবি করেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল-এর দ্বিতীয় কিস্তির টাকা এখনও তারা পাননি। এ দুই খেলোয়াড় গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বিপিএল-এ সিলেট রয়ালসের পক্ষে খেলেছেন। সিলেট রয়ালসসহ পাঁচটি ফ্রাঞ্চাইস এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবিকে দ্বিতীয় কিস্তির অর্থ তুলে দেয়নি বলে অভিযোগ রয়েছে।
চলতি বছরের বিপিএল-এর আইন ছিল, খেলা শুরুর আগে খেলোয়াড়দের প্রথম কিস্তির অর্থ পরিশোধ করতে হবে, দ্বিতীয় কিস্তি দেয়া হবে খেলা শেষ হলে আর অবশিষ্ট অর্থ খেলা শেষ হওয়ার ছয় মাস পর।
এ ছাড়া, এ বছর খেলোয়াড়দের অর্থ পরিশোধ করার দায়িত্ব নিয়েছিল বিসিবি। ২০১২ সালে পেমেন্ট নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর এ ব্যবস্থা নেয়া হয়। তবে নতুন ব্যবস্থায়ও ঘাপলা থেকে যায়। সবগুলো ফ্রাঞ্চাইস প্রথমে টাকা দেবে বিসিবি'কে পরে বিসিবি'র পক্ষ থেকে তা খেলোয়াড়দের পরিশোধ করা হবে।
কিন্তু বিপিএল'র সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, বিসিবি শুধুমাত্র ঢাকা গ্লাডিয়েটর্স ও দুরন্ত রাজশাহীর কাছ থেকে দ্বিতীয় কিস্তির অর্থ বুঝে পেয়েছে।
হ্যামিল্টন মাসাকাদজাকে ৩০ হাজার ডলারের বিনিময়ে কিনেছিল সিলেট রয়ালস। কিন্তু তিনি এ পর্যন্ত এ অর্থের ২৫% অর্থাত সাড় সাত হাজার ডলার হাতে পেয়েছেন; যদিও তিনি সাত ম্যাচে ১২.৮৫ গড়ে মাত্র ৯০ রান করেন।
তবে চিগুম্বুরা ব্যাট হাতে রান করেছেন ৪৪.৩৩ গড়ে। সেইসঙ্গে উইকেট পেয়েছেন ১৩টি এবং বিপিএল ২০১৩'র সর্বোচ্চ সংখ্যক ছয়ের মার মেরেছেন। তাকেও প্রতিশ্রুত অর্থের এক চতুর্থাংশ দেয়া হয়েছে এ পর্যন্ত।
চিগুম্বুরা এ ঘটনাকে অত্যন্ত লজ্জাজক হিসেবে অভিহিত করে বলেছেন, আমরা ক্রিকেট খেলাকে ভালোবাসলেও এখান থেকে অর্থ উপার্জনের বিষয়টিও উপেক্ষা করতে পারি না। কারণ, এটি আমাদের পেশা এবং এখান থেকে অর্জিত অর্থে আমাদের সংসার চলে।(ডিফারেন্ট নিউজ)
চলতি বছরের বিপিএল-এর আইন ছিল, খেলা শুরুর আগে খেলোয়াড়দের প্রথম কিস্তির অর্থ পরিশোধ করতে হবে, দ্বিতীয় কিস্তি দেয়া হবে খেলা শেষ হলে আর অবশিষ্ট অর্থ খেলা শেষ হওয়ার ছয় মাস পর।
এ ছাড়া, এ বছর খেলোয়াড়দের অর্থ পরিশোধ করার দায়িত্ব নিয়েছিল বিসিবি। ২০১২ সালে পেমেন্ট নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর এ ব্যবস্থা নেয়া হয়। তবে নতুন ব্যবস্থায়ও ঘাপলা থেকে যায়। সবগুলো ফ্রাঞ্চাইস প্রথমে টাকা দেবে বিসিবি'কে পরে বিসিবি'র পক্ষ থেকে তা খেলোয়াড়দের পরিশোধ করা হবে।
কিন্তু বিপিএল'র সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, বিসিবি শুধুমাত্র ঢাকা গ্লাডিয়েটর্স ও দুরন্ত রাজশাহীর কাছ থেকে দ্বিতীয় কিস্তির অর্থ বুঝে পেয়েছে।
হ্যামিল্টন মাসাকাদজাকে ৩০ হাজার ডলারের বিনিময়ে কিনেছিল সিলেট রয়ালস। কিন্তু তিনি এ পর্যন্ত এ অর্থের ২৫% অর্থাত সাড় সাত হাজার ডলার হাতে পেয়েছেন; যদিও তিনি সাত ম্যাচে ১২.৮৫ গড়ে মাত্র ৯০ রান করেন।
তবে চিগুম্বুরা ব্যাট হাতে রান করেছেন ৪৪.৩৩ গড়ে। সেইসঙ্গে উইকেট পেয়েছেন ১৩টি এবং বিপিএল ২০১৩'র সর্বোচ্চ সংখ্যক ছয়ের মার মেরেছেন। তাকেও প্রতিশ্রুত অর্থের এক চতুর্থাংশ দেয়া হয়েছে এ পর্যন্ত।
চিগুম্বুরা এ ঘটনাকে অত্যন্ত লজ্জাজক হিসেবে অভিহিত করে বলেছেন, আমরা ক্রিকেট খেলাকে ভালোবাসলেও এখান থেকে অর্থ উপার্জনের বিষয়টিও উপেক্ষা করতে পারি না। কারণ, এটি আমাদের পেশা এবং এখান থেকে অর্জিত অর্থে আমাদের সংসার চলে।(ডিফারেন্ট নিউজ)
খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়