খাইবার: পাকিস্তান জমিয়ত উলামায়ে ইসলাম ফজল (জুইফ) এর নির্বাচনী সমাবশে বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫জন। মঙ্গলবার খাইবার প্রদেশের হাংগু জেলার দোআবা শহরে এই ঘটনা ঘটে।
জুইফ প্রার্থী মুফতি সাইদ এই হামলার মূল লক্ষ্য ছিলেন বলে জানায় পুলিশ। হামলায় মুফতি সাইদ এবং তার দুই দেহরক্ষী মারাত্মক আহত হয়েছেন।
নির্বাচনের আগে পাকিস্তানে নির্বাচনী সমাবেশ এবং কেন্দ্র লক্ষ্য করে হামলার সংখ্যা বেড়েই চলেছে। সোমবার অপর এক হামলায় অন্তত ২৫জন নিহত হয়েছে।
ক্রমাগত বোমা হামলার ফলে পাকিস্তান পিপলস পার্টি(পিপিপি) প্রকাশ্যে কোনো ধরনের সভা-সমাবেশে অংশগ্রহণ করবে না বলে ঘোষণা দেন দলটির নেতা রেহমান মালিক।
আগামী ১১ মে অনুষ্ঠেয় নির্বাচনের তারিখ ঘোষণার পরই পাকিস্তানি তালেবান নির্বাচনকে শরিয়াহ বিরোধী বলে তা প্রতিহত করার ঘোষণা দেয়। সূত্র: ডন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়