Monday, May 6

মঙ্গলবার রাজশাহী বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল

রাজশাহী : আটক নেতাদের সন্ধান ও অবিলম্বে তাদের মুক্তির দাবিতে মঙ্গলবার রাজশাহী বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। দলের রাজশাহী বিভাগীয় টিম সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় রোববার রাত ১০টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
জামায়াতে ইসলামী বগুড়া ও চাঁপাইনবাবঞ্জ জেলা শাখার আমির অধ্যক্ষ শাহাবুদ্দীন ও নজরুল ইসলাম, চাঁপাইনবাগঞ্জ শহর শিবির সভাপতি এনায়েত শফিক উল্লাহকে গ্রেফতার এবং জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম ও রাজশাহী মহানগর শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমকে র‌্যাব কর্তৃক গ্রেফতারের পর আদালতে হাজির না করার প্রতিবাদে এ হরতাল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলে ওই ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়।
ই-মেইল বার্তায় রাজশাহী বিভাগের আট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে বিবৃতি প্রদান করেন, জামায়াতে ইসলামী রাজশাহী বিভাগের টিম ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, পাবনা জেলা আমির মাওলানা আবদুর রহিম, নওগাঁ জেলা আমির অধ্যাপক সালেকুর রহমান, নাটোর জেলা আমির অধ্যাপক ইউনূস আলী, রাজশাহী পশ্চিম জেলা আমির মাওলানা আমিনুল ইসলাম, পূর্ব জেলা আমির রেজাউর রহমান, সিরাজগঞ্জ জেলা আমির অ্যাডভোকেট আবদুল লতিফ, রাজশাহী মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি ইমাজ উদ্দিন ম-ল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি আবুজার গিফারী প্রমুখ।
এতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও নিখোঁজ নেতাদের সন্ধান না দেওয়া হলে লাগাতার হরতালের মাধ্যমে রাজশাহী বিভাগকে অচল করে দেওয়া হবে।(ডিফারেন্ট নিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়