Thursday, May 9

কানাইঘাটে জিপিএ-৫ পেয়েছে ৩০ জন উত্তীর্ণ ১০৮৩ জন

নিজস্ব প্রতিবেদক:  সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারে এস.এস.সি ও সমমানের পরীক্ষায় কানাইঘাটের ১৮টি উচ্চ বিদ্যালয় থেকে ১১৭১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩০টি এপ্লাস সহ ১০৮৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। শিক্ষার্থীদের এ সাফল্যে অভিভাবক ও স্কুলের শিক্ষকদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে। বরাবরে মতো এবারও শিক্ষক সংকট থাকার পরও কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। স্কুল থেকে
১৩০জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৮টি এ প্লাস এবং ৬৬ এ গ্রেডসহ ১২৭জন শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় স্কুল প্রাঙ্গনে উৎসবের আমেজ সৃষ্টি হয়। উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা উর্ত্তীণ হয়েছেন তার মধ্যে  ছোটদেশ উচ্চ বিদ্যালয় থেকে ৪৯জনের মধ্যে ৪৭জন, চড়িপারা উচ্চ বিদ্যালয়
থেকে ৬৭জনের মধ্যে ৪টি এপ্লাসসহ ৬২জন, বড়দেশ উচ্চ বিদ্যালয় থেকে ৪১জনের মধ্যে ৩৯জন, বীরদল এন.এম.একাডেমী থেকে ৮৭জনের মধ্যে ৭২জন, সুরাইঘাট উচ্চ বিদ্যালয় থেকে ৪৫জনের মধ্যে ৪৪জন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে ৮৬জনের মধ্যে ১টি এপ্লাসসহ ৭৬জন, মুলাগুল হারিছ চৌধুরী একাডেমী থেকে ৩৭জনের মধ্যে ১টি এপ্লাসহ সহ ৩৫জন, সুরমা উচ্চ বিদ্যালয় থেকে ৫৬জনের মধ্যে ৫২জন, সুরতুন নেছা উচ্চ বিদ্যালয় থেকে ৩৮জনের মধ্যে ৩০জন, সড়কের বাজার উচ্চ বিদ্যালয় থেকে ১৩৩ জনের মধ্যে ১২১জন, বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয় থেকে ২৯জনের মধ্যে ১টি এপ্লাসহ ২৮জন, ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে ৫৬জনের মধ্যে ৫৫জন, জুলাই উচ্চ বিদ্যালয় থেকে ৪৯জনের মধ্যে ৩টি এপ্লাসহ ৪২জন, বশির আহমদ উচ্চ
বিদ্যালয় থেকে ২৭জনের মধ্যে ২৬জন, মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৪৫জনের মধ্যে ৪৪জন, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৮০জনের মধ্যে ৬৮জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উপজেলার মধ্যে একমাত্র শতভাগ পাশ করেছেন গাছবাড়ী মর্ডান একাডেমীর শিক্ষার্থীরা। ৯৪জন অংশগ্রহন করে সবাই পাশ করেছেন। উপজেলায় গড় পাশের হার ৯২.৬০%।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়