Thursday, May 9

রায়ের কপি পেলে প্রতিক্রিয়া জানাবে বিএনপি

ঢাকা : জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায়ের কপি হাতে পাওয়ার পরই বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।
হরতাল শেষে বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
একইসঙ্গে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে সংঘটিত সহিংসতার সঙ্গে বেগম খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যকে ‘অপ্রাসঙ্গিক’ বলে উল্লেখ করেন তিনি। দু’দিনের সকাল-সন্ধ্যা হরতাল শেষে বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। শামসুজ্জামান বলেন, ‘আমাদের দাবি ছিল আন্তর্জাতিক মান, স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচারের জন্য। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, এটি একটি ডমিস্টিক আদালত। এখন এটি পরিস্কার হওয়া জরুরি, এটি আর্ন্তজাতিক, না ডমিস্টিক আদালত।’ তিনি দাবি করেন, ‘আজকের হরতালে ফেনী, যশোর ও চাঁপাইনবাবগঞ্জে তিনজন নিহত হয়েছেন। এছাড়া, ১০৯ জনের বেশি আহত ও ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ এ দু’দিনের হরতালে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে জনগণ প্রমাণ করেছে, তারা খুনি ও অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। তারা এই সরকারের পদত্যাগ চায়। তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দলকে মিছিল-মিটিং করতে দেয়া হচ্ছে না। অন্যদিকে গণজাগরণ মঞ্চ ভেঙে দেওয়ার পরও আজকে আবার আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারায় নৃত্যগীতের ব্যবস্থা করতে দেওয়া হয়েছে। খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হবে- প্রধানমন্ত্রীর দেয়া এ বক্তব্যকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে তিনি বলেন, হেফাজতের অবেরোধে সংঘটিত সহিংস ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অপ্রাসঙ্গিক। তদন্তের পরেই জানা যাবে কে  গুলি করে মানুষ হত্যা করেছে, কে কোরআনে আগুন দিয়েছে এবং কার বিরুদ্ধে মামলা হবে।’(ডি নিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়