জমিয়তে উলামা বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লাম আলিমুদ্দীন দুর্লভপুরী বলেছেন, কোন বাতিল অপশক্তির কাছে মাথানত করা জমিয়তে উলামার কাজ নয়, আমরা কোন লেজুড় ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করি না, স্বাধীন ভাবে সকল তাগুতি শক্তির মোকাবেলা আমরণ সংগ্রাম করে যাব কারও চোখ রাঙ্গানীকে জমিয়তের নেতাকর্মীরা ভয় করে না। তিনি মওদুদীবাদ ও ইসলামের অপশক্তি জামায়াত শিবিরকে জঙ্গি সংগঠন উল্লেখ করে বলেন, উলামায়ে হক্কানীদের আদর্শগত ভাবে মোকাবেলা করতে না পেরে এরা হত্যা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। এ অপশক্তিকে নিষিদ্ধ করার জন্য মাওলানা দুর্লভপুরী সরকারের কাছে জোর দাবী জানান। তিনি গত শনিবার বিকাল ৪টায় কানাইঘাট চতুল ঈদগাহ বাজারে বড় চতুল ইউপি যুব জমিয়ত শাখার উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। প্রবীণ জমিয়ত নেতা মাওঃ শায়খ আহমদ আলীর সভাপতিত্বে ও মাও ক্বারী হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় জনসভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামার প্রধান উপদেষ্টা আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লীপুরী, আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ মতিউর রহমান, মাওঃ খুবাইব আহমদ, মাওঃ তোফায়েল আহমদ, মাওঃ আব্দল্লাহ বাহার, মাওঃ বদরুল আলম, মাওঃ মুহিবুর রহমান, মাওঃ আনিছুল হক, মাওঃ জমিল আহমদ, মাওঃ আলিমুদ্দীন, মাওঃ সাইদুর রহমান, মাওঃ হাজী দেলেওয়ার হোসাইন, মাওঃ বদরুল ইসলাম দলকিরাই, মাওঃ শরীফ আহমদ, মাওঃ বদরুল ইসলাম, মাওঃ আব্দুল্লাহ শাকির, মাওঃ ইসলাম উদ্দিন, মাওঃ নুরুল ইসলাম নোমানী, মাওঃ ক্বারী সাজ্জাদুর রহমান, মাওঃ শুয়াইবুর রহমান, মাওঃ আব্দুল হামীদ মখছুদ, মাওঃ আব্দুল শাকুর, ছাত্রনেতা জাকারিয়া, হাফিজ তাজুল ইসলাম, হাফিজ সুয়াইব আহমদ, বদরুদ্দীন, মাওঃ হাফিজ আব্দুল মতিন, মাওঃ আব্দুর রহমান প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়