Friday, May 31

লাল টুকটুক


:: আবুল খায়ের মুসলেহউদ্দিন :: 
লাল টুকটুক ডালিম ফুল
ডালিম ফুলে মৌ
টুকটুকে লাল শাড়ি পরে
আসলো নতুন বৌ।
বৌ এসেছে পালকি চড়ে
ছ’জন বেহারা
শক্ত লাঠি বাগিয়ে হাতে
জোয়ান চেহারা।
বৌয়ের সাথে গুনগুনিয়ে
মৌমাছির ঝাঁক
ডালিম গাছে বাঁধলো ওরা
মস্ত বড় চাক।
মৌচাকে মৌ টুকটুকে বৌ
পাকা ডালিম লাল
কথায় কথায় শরমরাঙা
নতুন বৌয়ের গাল।
টুকটুকে বৌ মেন্দি বাটে
নোলক দুলিয়ে
আলতো হাতে দেয় সে পায়ে
আলতা বুলিয়ে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়