Sunday, April 28

হাতিরঝিলের সৌন্দর্য্য রক্ষার সুপারিশ

ঢাকা: ঢাকার অন্যতম সুন্দর স্থান হাতিরঝিল। হাতির ঝিল প্রকল্পের দু’পাশের সৌন্দর্য রক্ষায় ১০ কাঠার নীচে কোনো প্লটের নকশার অনুমোদন না দিতে রাজউককে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। 

 


বুধবার জাতীয় সংসদ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির  ৪৪তম বেঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়।  


 


সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সভাপতিত্ব করেন।


 


বৈঠকে কমিটির সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, নূর-ই-আলম চৌধুরী, আসাদুজ্জামান খাঁন, জহিরুল হক ভূঁঞা মোহন, কে এম খালিদ, আজিজুল হক চৌধুরী এবং বেগম সাফিয়া খাতুন অংশ নেন। 


 


এছাড়া গণপূর্ত অধিদপ্তরকে তাদের নির্মিত ভবনে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ফেরোসিমেন্ট দিয়ে কম খরচে তৈরি পানির ট্যাংক সরবরাহ করারও সুপারিশ করা হয়।


 


জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর  বিস্তারিত আলোচনায় তাদের গৃহীত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়। 


 


বৈঠকে আগের বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়