Wednesday, May 1

বোস্টন হামলা: নিহত সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি

বোস্টন হামলার মৃত সন্দেহভাজন তামেরলান সারনায়েভের স্ত্রীর বাড়ি থেকে প্রমাণ জব্দ করেছে এফবিআই।
২৪ বছর বয়স্ক ক্যাথরিন রাসেলকে সোমবার নিজের আইনজীবীর সাথে নিজের বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়।
অন্যদিকে, আরেক সন্দেহভাজন জোখারের পক্ষে লড়তে যোগ দিয়েছেন বিখ্যাত আইনজীবী জুডি ক্লার্ক। জোখার সারনায়েভ, নিহত তামেরলান সারনায়েভের ছোটভাই।
জোখারের আইনজীবী জুডি ক্লার্ক বেশকিছু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর মামলা লড়ে বিখ্যাত হয়েছেন। সম্প্রতি তিনি জেয়ার্ড লাফনার নামক এক খুনীর মামলা লড়েন। যে ছয় জনকে হত্যার দায়ে আটক হয়েছিলো।
বেশকিছু আলোচিত বোমা হামলার আসামীর পক্ষেও মামলা লড়েছেন এই আইনজীবী।
জোখার সারনায়েভ দু’টি বোমা বিস্ফোরণে ব্যাপক ধ্বংসযজ্ঞের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ১৫ এপ্রিলের ম্যারাথনে এই হামলায় তিনজন নিহত ও দুইশ ষাট ব্যক্তি আহত হয়।
সূত্র: বিবিসি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়