Friday, April 26

হাসপাতাল থেকে কারাগারে বোস্টন হামলাকারী

যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলাকারী জোখার সারনায়েভকে হাসপাতাল থেকে কারাগারে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় পুলিশ এ খবর নিশ্চিত করেছে।

আইন প্রয়োগকারী সংস্থা ‘মার্শালস সার্ভিস’ জানিয়েছে, “১৯ বছর বয়সী সন্দেহভাজন জোখারকে বেথ ইসরায়েল ডিসোনেস মেডিকেল সেন্টার থেকে ম্যাসাচুসেটসের ফোর্ট ডেভেন্সের একটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।”

এক সপ্তাহ আগে বোস্টন হামলার ঘটনায় পুলিশি অভিযানে আটক হওয়ার পর থেকে হাসপাতালে ছিলেন জোখার।

পুলিশের ওই অভিযানে বড় ভাই তামেরলান সারনায়েভ নিহত হলেও তাকে আহত অবস্থায় একটি নৌকা থেকে আটক করা হয়।

এ সপ্তাহের শুরুতে গণহত্যাকারী অস্ত্র ব্যবহারের অভিযোগে জোখারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

সূত্র জানায়, মাথা, নাক, পা ও হাতে গুরুতর আঘাত লাগার কারণে আহত জোখার কথা বলতে পারছেন না। তাই আইন প্রয়োগকারী ও তদন্তকারী সংস্থাগুলোর জিজ্ঞাসাবাদের জবাবে ইঙ্গিতে ও লিখিত জবাব দিচ্ছেন জোখার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়