Friday, April 26

সম্রাট জোসেফের চুল নিলামে বিক্রি

আশির দশকের অস্ট্রিয়ান বংশোদ্ভূত হাঙ্গারিয়ান সম্রাট ফ্রাঞ্জ জোসেফের এক গুচ্ছ চুল নিলামে দর হাঁকিয়ে প্রায় ১৪ লক্ষ টাকায় (১৩,৭২০ ইউরো) বিক্রি হয়েছে। এটা প্রত্যাশিত দামের চেয়ে ২০ গুণ বেশি।

সম্রাট মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে চুলগুচ্ছ তার ব্যক্তিগত কর্মচারি জুগান কেটার্ল (১৮৫৯-১৯২৮ সাল) এর কাছে সংরক্ষণে ছিল। সম্রাট মারা যাওয়ার পর জুগেন কেটার্ল তাকে নিয়ে বইও প্রকাশ করেন।

ফ্রাঞ্জ জোসেফ ১৮৪৮-১৯১৬ সাল পর্যন্ত ইউরোপে রাজত্ব করে গেছেন। তিনিই ইউরোপকে সবচেয়ে বেশি সময় ধরে শাসন করেছিলেন।

২০১১ সালে টিনেজ তারকা জাস্টিন বিবারের একগুচ্ছ চুল অনলাইন মার্কেট প্লেস ইবে’তে প্রায় ৩০ লক্ষ টাকায় (২৫ হাজার পাউন্ড) বিক্রি হয়েছিল।

২০১০ সালে ফরাসি সম্রাট নেপোলিয়ান বেনাপোর্টের একগুচ্ছ চুল নিউজিল্যান্ডে নিলামে ওঠানো হলে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকায় (৮ হাজার ৬০০ ডলার) বিক্রি হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়