Wednesday, March 20

:: রাষ্ট্রপতির মৃত্যুতে কানাইঘাটে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ::

নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর সংবাদ আজ কানাইঘাটে ছড়িয়ে পড়লে আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং রাজনৈতিক মহলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে অধিকারী প্রতিযশা রাজনীতিবিদ, বাংলাদেশ আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর সহচর রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে জাতি একজন বিচণ রাজনীতিবিদ হারালো যা কখনো পূরণ হওয়ার মতো নয় বলে সর্বস্তরের লোকজন জানিয়েছেন। এদিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও জেলা আ’লীগের সিনিয়র সদস্য জমির উদ্দিন প্রধান, উপজেলা আ’লীগের আহ্বায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী, আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, মাসুদ আহমদ, নিজাম উদ্দিন আল মিজান, অধ্যাপক লোকমান আহমদ, এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট মামুন রশিদ, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, নাজমুল ইসলাম হারুন, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াহিয়া, সেলিম উদ্দিন প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়