Thursday, February 14

:: কানাইঘাটে জামায়াত শিবিরের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ::

নিজস্ব প্রতিবেদক:
যুদ্ধাপরাধের দায়ে আটক মাওঃ দেলোওয়ার হোসেন সাইদীর মুক্তির দাবীতে উলামা মাশায়েখ সংগ্রাম পরিষদের ব্যানারে আজ জামায়াত শিবিরের মিছিলকে কেন্দ্র করে কানাইঘাট বাজারে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের ব্যাপক উপস্থিতি এবং কঠোর ভূমিকার কারণে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা কোন ধরনের অরাজকতা করতে পারেনি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বেলা ২টায় উলামায়ে মাশায়াখদের ব্যানারে জামায়াত-শিবিরের তিন শতাধিক নেতাকর্মী স্বশস্ত্র অবস্থায় লাঠি-সোঁটা নিয়ে বাজারে মিছিল বের করে। মিছিলটি বাজারের ত্রিমহোনী পয়েন্ট অতিক্রম করে দণি বাজারে যাওয়ার পথে পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিনের নেতৃত্বে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জামায়াতের মিছিলকে ধাওয়া দিলে বাজারে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা সংঘর্ষের আশংকায় তাদের দোকান পাট বন্ধ করে দেন। এসময় দু’পক্ষের মধ্যে কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট,পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ মিছিলকারীদের পিছু নিলে দক্ষিণ বাজারে সিএনজি স্টেশনে গিয়ে মিছিলকারীরা লাঠি-সোটা নিয়ে অবস্থান নিলে এক পর্যায়ে পুলিশের বাধার মুখে জামায়াত শিবির নেতাকর্মীরা আন্তর্জাতিক ট্রাইবুনালকে ভেঙ্গে দাও পুড়িয়ে দাও এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টে গিয়ে পথসভা করে। অপরদিকে যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের দলবেধে বাজারে জামায়াত শিবির বিরোধী মহড়া দিতে দেখা গেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়