মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত কর্তৃক রায় ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবারের হরতালের সমর্থনে কানাইঘাট বাজারে ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। বুধবার বাদ আছর উত্তর বাজারে জামায়াত শিবিরের প্রায় শতাধিক নেতাকর্মী সাঈদীর মুক্তির দাবীতে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে দক্ষিণ বাজারে গিয়ে শেষ করে। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ বাজারে আসার আগেই দ্রুত নিরাপদে চলে যায় মিছিলকারীরা। এদিকে হরতালকে কেন্দ্র করে নাশকতা এড়াতে পুলিশের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি রয়েছে বলে থানার ওসি আব্দুল হাই স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়