জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভার আলোকে কানাইঘাট উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং মৎস্য কর্মকর্তা আলী হুসেন শামীমের পরিচালনায় এ অবহিতকরণ সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং জেলেদের উপস্থিতিতে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর সিলেট বিভাগের উপপরিচালক ড. নিত্যানন্দ দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শংকর রঞ্জন দাস, জেলা মৎস্য অফিসের সহকারী কর্মকর্তা মোঃ শাহজাহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রাণী দাস। সভায় বিভাগীয় ও জেলা পর্যায়ের মৎস্য কর্মকর্তারা বলেন, দেশের নির্যাতিত, অধিকার বঞ্চিত প্রকৃত জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে সারা দেশের জেলেদের চিহ্নিত করে তাদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে সারাদেশে এ প্রক্রিয়া শুরু হয়েছে। জেলেদের পরিচয়পত্র প্রদানের মাধ্যমে দেশের উন্মুক্ত জলমহাল, নদী-নালায় তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সরকারের সুযোগ-সুবিধা গ্রহণের মাধ্যমে সব ধরণের বৈষম্য থেকে জেলেরা রক্ষা পাবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়