বিরোধী জোটের দেশব্যাপী সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজপথ অবরোধ কর্মসূচী কানাইঘাটে সর্বাত্মক পালিত হয়েছে। গাজী বুরহান উদ্দিন সড়কে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় সম্মুখে সড়ক অবরোধ চলাকালে অবরোধের ভিতর দিয়ে মোটর সাইকেল নিয়ে যাবার পথে অবরোধকারী কিছু নেতাকর্মী টিলাগড় গ্রপ সমর্থিত ছাত্রলীগ কর্মী জুবায়েরকে লাঞ্চিত করায় এ গ্রপের ছাত্রলীগের নেতাকর্মীরা বেলা দেড়টায় কানাইঘাট উত্তর বাজার বাসস্ট্যান্ডে উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমদকে একা পেয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনা কানাইঘাট বাজারে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে বিপ্তিভাবে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়লে জনসাধারনের মধ্যে আতংক দেখা দিলে আ’লীগ ও বিএনপি’র সিনিয়র নেতাকর্মীদের হস্তেেপ পরিস্থিতি শান্ত হয়। পরে উভয় দলের নেতৃবৃন্দ আহত জাফর আহমদকে দেখতে হাসপাতালে যান। এদিকে রাজপথ অবরোধ কর্মসূচী সফল করতে ১৮দলীয় জোটের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ভাগ হয়ে সিলেট-দরবস্ত, গাজী বুরহান উদ্দিন ও সিলেট জকিগঞ্জ সড়কের রামিজা স্কুল, মনসুরিয়া মাদ্রাসা ত্রিমোহনী পয়েন্টে, সড়কের বাজার, চতুল বাজার, গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ বাজারসহ অন্তত ১০টি পয়েন্টে বেলা ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। যার ফলে উপজেলা সদরের সাথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপ্তিভাবে কিছু অটোরিক্সা চলাচল করতে দেখা গেছে। অবরোধকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে মাইক বাজিয়ে রামিজা বালিকা পয়েন্টে সড়ক অবরোধ চলাকালে ১৮দলীয় জোটের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি ইফজালুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, বিএনপি নেতা কাউন্সিলার শরিফুল হক, আব্দুল হান্নান, হাজী জসীম উদ্দিন, কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, আজিজুল হক, থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মাওঃ এবাদুর রহমান, সহসভাপতি মাওঃ ফজলুর রহমান, জমিয়ত নেতা মাওঃ আলিম উদ্দিন, হেলাল আহমদ, খেলাফত মজলিসের সভাপতি সিব্বির আহমদ, ইসলামী ঐক্যজোট নেতা আজির উদ্দিন, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মন্নান, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সচিব, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম সহসভাপতি খছরুজ্জামান, রাশিদুল হাসান টিটু, থানা শ্রমিকদলের আহ্বায়ক মোঃ জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ, পৌর শ্রমিকদলের আহ্বায়ক আবিদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মেম্বার, জালাল আহমদ জনী, নজরুল ইসলাম রোকন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রোমান সিদ্দিকী, ডালিম, আজির, ছাত্রদল নেত দিলদার হোসেন শামীমম, এম.আর বাবলু, রুহুল আমিন, রুহুল আম্বিয়া, আমিনুল ইসলাম, ওলিউর রহমান, আমিন উদ্দিন, কাদির, শমসের, রিয়াজ প্রমুখ। সভায় জোট নেতৃবৃন্দ বিরোধী জোটের ডাকা অবরোধ কর্মসূচী সর্বাত্মক সফলভাবে পালন করায় কানাইঘাটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়