Friday, December 7

:: কানাইঘাট সদর ইউপি যুবলীগের আনন্দ মিছিল ::

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘদিন পর কানাইঘাট ৬নং সদর ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট যুবলীগের আহবায়ক কমিটি অনুমোদন লাভ করায় উপজেলা যুবলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল আজ বাদ মাগরিব শুক্রবার স্থানীয় ছোটদেশ ইটখলা বাজারে অনুষ্ঠিত হয়। সদর ইউপি যুবলীগের নবগঠিত কমিটির আহবায়ক এবাদুর রহমান মুজাইর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক জালাল আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা আফতাব উদ্দিন মেম্বার, থানা যুবলীগের সিনিয়র সদস্য শাহেদ আহমদ, ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক তছদ্দর আলী, শামীম আহমদ, যুবলীগ নেতা ফয়েজ আহমদ, রুবেল আহমদ, আবুল কালাম প্রমুখ। সভায় বক্তারা ত্যাগী ও পরিতি কর্মীদের দিয়ে ইউপি যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়ায় উপজেলা যুবলীগের আহবায়ক মাসুক আহমদ, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন ও মীর মোঃ আব্দুল্লাহ সহ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে দলীয় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়