বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারী ডাঃ শফিকুর রহমানকে গ্রেফতারও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে জামায়াতের ডাকা সিলেট বিভাগে আধাবেলা হরতাল কানাইঘাটে সর্বাত্মক শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পুলিশের মারমুখী অবস্থানের কারনে অনেক পয়েন্টে পিকেটিং করতে না পারলেও বিচ্ছিন্ন ভাবে পিকেটিং করতে দেখা গেছে, তবে সকাল থেকেই হরতালের সমর্থনে জামায়াত শিবিরের নেতাকর্মীরা উপজেলার বুরহান উদ্দিন বাজার, গাছবাড়ী বাজার, রাজাগঞ্জ বাজার, সড়কের বাজার, মনসুরিয়া পয়েন্ট, রায়গড়,চতুল বাজার, বায়মপুর বাসস্ট্যান্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করতে দেখা গেছে। এ অবস্থায় উপজেলা সদর থেকে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু সংখ্যক হালকা যানবাহন চলতে দেখা যায়। হরতাল চলাকালে পুলিশের টহল ছিল চোখে পড়ার মত, হরতাল চলাকালে বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থন কারীরা পৃথক পৃথক মিছিল ও পথসভা করেছেন। পথসভাগুলোতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওঃ আব্দুল করিম,নায়েবে আমির মাওঃ আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মাওঃ কামাল উদ্দিন, মাওঃ শরিফ উদ্দিন, হাফিজ তাজ উদ্দিন, আলিম উদ্দিন,ইউপি সদস্য মাওঃ সুলেমান,লো কমান আহমদ,হাফিজ ফয়েজ আহমদ,মাওঃ দেলওয়ার হোসাইন,সিরাজুলইসলাম,শিবিরের সভাপতি সেলিম উদ্দিন, শিব্বির আহমদ,উমর ফারুক,মামুন আহমদ,মাওঃআব্দুলকুদ্দুছ,মাহমুদুররহমান, শিবির নেতা ইকবাল আহমদ, শাকির আহমদ,মাসুক আহমদ জুবায়ের,জামায়াত নেতা কামাল উদ্দিন হারুন রশিদ,ফরিদ আহমদ,সিরাজুল ইসলাম,শহিদ আহমদ,শরিফ উদ্দীন,ইয়াহইয়াপ্রমুখ। সভায় বক্তারা বলেন অবিলম্বে ডাঃ সফিকুর রহমান সহ সকল নেতা কমীর্দের মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়