Wednesday, December 19

বিএনপি থেকে আ’লীগে যোগদান করেও মামলা থেকে রক্ষা হয়নি মালিক ট্রেডার্সের

নিজস্ব প্রতিবেদক:
লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় একটি সংঘবদ্ধ প্রভাবশালী পাথর খেঁকো চক্র দীর্ঘদিন থেকে পাথর উত্তোলন করে আসছে। ফলে নদীর তীর ভেঙ্গে গিয়ে বিরাট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে কানাইঘাট সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা অমল কান্দি দাস অবৈধ ভাবে সরকারী জায়গা থেকে ভূমি খুড়ে পাথর উত্তোলনের ঘটনায় কানাইঘাটের আলোচিত পাথর ব্যবসায়ী হাজী আব্দুল মালিক কে প্রধান আসামী করে ৪০ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই. আব্দুল্লাহ জাহিদ সরেজমিন তদন্তকালে অভিযোগের সত্যতা পেয়ে আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র (নং- ২৪৫) দাখিল করেছেন। এদিকে মামলার প্রধান আসামী পাথর ব্যবসায়ী এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত আব্দুল মালিক এ মামলা থেকে রেহাই পেতে সম্প্রতি রাজনৈতিক দল বদলের আশ্রয় গ্রহন করেন। তিনি গত ২৯নভেম্বর বিএনপি থেকে দল বদল করে আওয়ামীলীগে যোগদান করেন। কিন্তু এতকিছুর পরেও তার শেষ রক্ষা হয়নি। পুলিশি গ্রেফতারের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং আওয়ামীলীগের নেতাদের কাছে মামলা থেকে বাঁচতে ধর্না দিচ্ছেন। কিন্তু স্থানীয় আ’লীগ নেতাকর্মীরা বসন্তের কোকিল এই দলবদলকারী আব্দুল মালিক কে মোটেই বিশ্বাস করতে পারছেননা। কাজেই তিনি আ’লীগে যোগদান করার পরও দলের নেতাকর্মীদের কাছে স্থানীয়ভাবে কোন প্রকার আশ্রয় প্রশ্রয় না পেয়ে চরম হতাশায় ভোগছেন। এ ব্যাপারে কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য সামছুদ্দিন মেম্বার বলেন, বহুল আলোচিত মামলাবাজ পাথর ব্যবসায়ী আব্দুল মালিক আ’লীগে যোগদান করায় মুলাগুল এলাকার আ’লীগ ও সঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আগামী জাতীয় নির্বাচনে অত্র এলাকায় তার দলে যোগদানের কারণে কয়েক হাজার ভোট থেকে বঞ্চিত হবে আ’লীগ। এছাড়া কানাইঘাট পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন বলেন, আওয়ামীলীগে বিতর্কিত আব্দুল মালিকের যোগদানের খবর ও ছবি দেখে আমি বিস্মিত হয়েছি। তৃণমূল পর্যায়ের কোন নেতাকর্মী আব্দুল মালিকের এই যোগদানের বিষয়টি মেনে নিতে পারেনি। আ’লীগ নেতা সাবেক কাউন্সিলর মাসুক আহমদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পাথর খেকো মালিক এলাকায় একজন মামলাবাজ লোক হিসেবে পরিচিত। তিনি যে দল ক্ষমতায় আসে সে দলে ভিড়ে নানা কুকর্ম করে থাকেন। তার আ’লীগে যোগদানের ঘটনায় দলের বিরাট ক্ষতি হয়েছে বলে জানান। এদিকে হাজী মালিকের আ’লীগে যোগদানের ঘটনায় তোলপাড় চলছে। পূর্বে হাজী আব্দুল মালিকের কর্তৃক মিথ্যা মামলা-হামলার শিকার কয়েকজন নির্যাতিত সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার প্রস্তুতি নেওয়ায় তিনি মামলা থেকে রক্ষা পেতে মূলত আ’লীগে যোগদান করেছেন বলে নানা সূত্রে জানা গেছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়