Wednesday, December 19

:: বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক চতুলী আর নেই ::

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা জৈন্তা জেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক চতুলী ইন্তেকাল করিয়াছেন। ডায়বেটিকসসহ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত ১১টায় কানাইঘাটের নিজ বাড়ী রায়পুর গ্রামে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ---------রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ মেয়ে, ১ ছেলে ও মা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক চতুলীর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। গতকাল বুধবার বাদ আসর তার জানাযার নামাজ স্থানীয় চুতল ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সহকর্মীসহ সর্বস্তরের লোকজন শরীক হন। পরে আনোয়ারুল হক চতুলীর লাশ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। এদিকে বীরমুক্তিযোদ্ধা চতুলীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, জেলা আ’লীগের সিনিয়র সদস্য জমির উদ্দিন প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল হক প্রমুখ।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়