নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট-সুরাইঘাট বিজিবি ক্যাম্পের জওয়ানদের হাতে চোরাকারবারী সন্দেহে আটক এক তরুনকে গত সোমবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে স্থানীয় সুরাইঘাট বাজার থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, সুরাইঘাট বিজিপি ক্যাম্পের একদল জওয়ান চোরাকারবারী সন্দেহে স্থানীয় সোনাতন পুঞ্জি গ্রামের আব্দুল মান্নানের পুত্র বাদশা বাজারের মুদি ব্যবসায়ী আবুল বাশার (১৮) কে সুরাইঘাট বাজারের নিকটবর্তী এলাকা থেকে গত সোমবার রাতে আটক করে। পরে আটককৃত বাশারকে ক্যাম্পে নিয়ে আসার পথে স্থানীয় ফয়েজ আহমদ, তোতা মিয়া, ময়নুল, নুর, মজিদ আলী গংরা সুরাইঘাট বাজার থেকে বিজিপি জওয়ানদের কাছ থেকে বাশারকে জোরপূর্বকভাবে ছিনিয়ে নিয়ে যায়। এঘটনার সাথে জড়িতরা এলাকায় চোরাকারবারী হিসেবে পরিচিত। এ ব্যাপারে ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার রকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চোরাকারবারী সন্দেহে আমরা আবুল বাশারকে আটক করি। পরে জওয়ানরা তাকে ক্যাম্পে নিয়ে আসার সময় সুরাইঘাট বাজারে পৌঁছলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঐ ছেলে চোরাকারবারী নয় জানালে আমরা তাকে ছেড়ে দেই। এ নিয়ে কিছু তুচ্ছ ঘটনা ঘটেছে। জোরপূর্বকভাবে বাশারকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন। অপরদিকে সুরাইঘাট বিজিপি ক্যাম্পের জওয়ানরা গত রবিবার রাতে সুরাইঘাট বাজারের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২০বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ উদ্ধার করে। এসময় মাদকব্যবসায়ীরা পালিয়ে যায়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়