Monday, December 24

:: কানাইঘাটে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত ::

এনজিও সংস্থা সীমান্তিকের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় ম্যালেরিয়া নিয়ন্ত্রন বিষয়ক এক অবহিতকরণ এ্যাভোকেসি সভা আজ সোমবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হারিছের সভাপতিত্বে এবং সীমান্তিকের উপজেলা ম্যানেজার আবুল কালামের পরিচালনায় উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি প্রভাতী রাণী দাস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ আব্দুস সুবহান, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকের কানাইঘাট ম্যালেরিয়া বিষয়ক কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার আবুল হোসেন । সভায় বক্তারা ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সমাজ সচেতন সবাইকে এ রোগের লণ এবং প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান। সীমান্তিকের ম্যালেরিয়া বিষয়ক কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার আবুল হোসেন বলেন, কানাইঘাট উপজেলা হচ্ছে একটি সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা। ২০০৮ সাল থেকে ব্র্যাকের সহযোগিতায় সীমান্তিক কানাইঘাটে ম্যালেরিয়া প্রতিরোধে কাজ করে যাচ্ছে। উক্ত সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়