Tuesday, December 11

:: কানাইঘাটে উত্তেজনার মধ্য দিয়ে হরতাল পালিত ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে উত্তেজনা ও পুলিশের মারমুখী ভূমিকা এবং সরকারী দলের নেতাকর্মীদের রাজপথে হরতাল বিরোধী অবস্থানের মধ্য দিয়ে বিরোধী দলীয় ১৮দলীয় ঐক্যজোটের ডাকা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কানাইঘাটে পালিত হয়েছে। এদিকে কানাইঘাট থানা পুলিশ নাশকতার অভিযোগে কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমানকে হরতালের আগেরদিন রাত সোয়া ১২টার দিকে গ্রেফতার করে। হরতালের সমর্থনে বিভিন্নস্থানে পুলিশের বাধা উপেক্ষা করে বিরোধী জোটের নেতাকর্মীদের দুপুর ১২টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে পিকেটিং করতে দেখা গেছে। দুপুর সাড়ে ১২টারদিকে কানাইঘাট পূর্ব বাজার বিএনপির কার্যালয় থেকে পৌর বিএনপির সভাপতি হাজী ইফজালুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার শরিফুল হক, জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক হাজী জসিম উদ্দিন, বিএনপি নেতা কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, জমিয়তের সভাপতি মুফতি মাওঃ এবাদুর রহমান, ইসলামী ঐক্যজোট নেতা আজির উদ্দিন, জমিয়ত নেতা মাওঃ ফজলুর রহমান, খেলাফত মজলিস নেতা সিব্বির আহমদ, থানা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক মামুন রশিদ, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, থানা শ্রমিকদলের সভাপতি জাকারিয়া, পৌর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক শরিফ উদ্দিন, জাফর আহমদ, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী মেম্বার, জালাল আহমদ জনী, নজরুল ইসলাম রুকনের নেতৃত্বে বিরোধী দলীয় নেতাকর্মীরা হরতালের সমর্থনে বাজারে মিছিল বের করলে বাজার ত্রিমোহনী পয়েন্টে অবস্থানরত মতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে হরতাল কারীরা কানাইঘাট দক্ষিণ বাজারে পথসভা করলে বিপুল সংখ্যক পুলিশ সেখানে গিয়ে পথ সভা ঘিরে রাখে। সংঘর্ষের আশংকায় আতংক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিরোধী জোটের পথসভা শেষ হয়। সভায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয় এবং জেলা বিএনপির সিনিয়র সভাপতি দিলদার হোসেন সেলিমের উপর পুলিশি হামলার নিন্দা জানান। এদিকে হরতাল প্রতিহত করতে সকাল থেকে কানাইঘাট বাজার পৌর এলাকায় থানা ছাত্রলীগের আহবায়ক টিলাগড় গ্রুপ সমর্থিত গিয়াস উদ্দিন এবং তালতলা গ্রুপ সমর্থিত থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন সমর্থিত নেতাকর্মীদের হরতাল বিরোধী মহড়া দিতে দেখা গেছে। অপরদিকে উপজেলা আ’লীগের আহবায়ক পৌর মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বে বেলা ১টায় কানাইঘাট বাজারে আ’লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হরতাল বিরোধী একটি র‌্যালী হয়। এছাড়াও উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ নেতৃত্বে নেতাকর্মদের হরতাল বিরোধী মহড়া দিতে দেখা গেছে। হরতাল চলাকালে সবধরনের দুরপাল্লার যান বাহান বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে অটোরিক্সা, অটোটেম্পু চলাচল করে। অফিস পাড়া খোলা থাকলেও উপস্তিতি ছিল কম, ব্যাংক-বীমাগুলোতে লেনদেন হয়েছে কম। বিএনপি’র নেতৃবৃন্দ জানিয়েছেন হরতালের সমর্থনে গাছবাড়ী বাজার, সড়কের বাজার, চতুল বাজার, রাজাগঞ্জ বাজার, বুরহান উদ্দিন বাজার, ছোটদেশ ইটখলা বাজারসহ বিভিন্ন স্থানে পিকেটিং মিছিল হয়েছে।
বিএনপি নেতার নিন্দা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কানাইঘাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে সিলেট জেলা বিএনপির সিনিয়র সভাপতি দিলদার হোসেন সেলিমের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাইপ্রাস বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি,সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা,বর্তমান ফ্রান্স প্রবাসী ফারুক আহমদ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়