Friday, November 9

জামায়াত-শিবিরের হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তা

বৃহস্পতিবার রাত থেকেই রাজধানীতে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ ও র‌্যাব। শুক্রবার জামায়াত-শিবির রাজধানীসহ সারাদেশে ব্যাপক নাশকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো।



সংস্থাগুলো মনে করছে, জুম্মার নামাজের পর রাজধানীতে ইসলামী আন্দোলনের মিছিলে শিবির কর্মীরা মিশে পুলিশের ওপর হামলা ও বোমাবাজির মতো ঘটনা ঘটাতে পারে। ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল বলেছেন, �শুক্রবার সারাদেশে সতর্ক অবস্থায় থাকবে র‌্যাব।��

এদিকে, শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে জামায়াত শিবিরের হামলা ও চোরাগুপ্তা হামলার আশঙ্কা করছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা।

শুক্রবার সকাল থেকে বায়তুল মোকাররমের গেটে পুলিশ ও র‌্যাব কঠোর অবস্থানে থাকবে। নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হবে।



এছাড়াও রাজধানীর শান্তিনগর, মগবাজার, মালিবাগ, শাহবাগ মোড়, ফার্মগেট, নিউমার্কেট, ধানমণ্ডি, মোহাম্মদপুর, মহাখালি, মিরপুর, গুলশান, বারিধারা ডিপ্লোমেটিক জোনসহ পুরো রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।






শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়