Tuesday, November 27

:: কানাইঘাটে ঘোড়ার উপর থেকে পড়ে সওয়ারের মৃত্যু ::

নিজাম উদ্দিন/কাওছার আহমেদ:
কানাইঘাটে দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামে গত সোমবার স্থানীয় প্রশাসনের অনুমতি উপেক্ষা করে এলাকার প্রভাবশালী একটি চক্র ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। ঘোড়দৌড় চলাকালে একটি ঘোড়ার উপর থেকে ছিটকে পড়ে ৮বছরের এক শিশু সওয়ারের মর্মান্তিক মৃত্যু এবং আব্দুল হান্নান নামে আরো এক যুবক ঘোড়ার পদপিষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, প্রশাসনের অনুমতি না নিয়ে প্রভাবশালী একটি চক্র ঘোড় দৌড়ের আড়ালে জুয়ার আসর বসিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। গত সোমবার সকাল ১১টার দিকে ঘোড়দৌড় শুরু হলে স্থানীয় আগফৌদ নারাইনপুর গ্রামের বদরুল ইসলামের ঘোড়ার সওয়ার একই গ্রামের আবা বিল্লালের পুত্র দুলাল আহমদ (৮) ঘোড়ার উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। আহত দুলালকে কোন প্রকার চিকিৎসা না দিয়ে নিজ বাড়ীতে রাখা হয়। বিনা চিকিৎসায় রাত অনুমান ১১টার দিকে নিজ বাড়ীতে সে মৃত্যু বরণ করে। ঘটনাটি ধামাচাঁপা দিতে ঘোড়ার মালিক ও ঘোড়দৌড় আয়োজককারী প্রভাবশালী চক্রটি তড়িঘড়ি করে প্রশাসনকে না জানিয়ে নিহত দুলালের লাশ দাফন সম্পন্ন করে। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পায়। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধ করার জন্য জেলা প্রশাসক মহোদয় আমাকে নির্দেশ দেন। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি ২৫ তারিখ রাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটিতে থাকায় বিষয়টি থানার ওসি (তদন্ত) মহসিন আলমকে ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধ করার জন্য টেলিফোনে নির্দেশ প্রদান করি এবং পর দিন সোমবার আমার অফিসের ৮৬৪ নং স্মারক এ ছত্রপুর এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধ করার জন্য লিখিতভাবে কানাইঘাট থানাকে অবহিত করা হয়। এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি আব্দুল হাইর সাথে কথা হলে, তিনি বলেন ঘটনার দিন আমি ছুটিতে ছিলাম। দায়িত্বে থাকা ওসি (তদন্ত) শেখ মহসিন আলম নির্বাহী কর্মকর্তার নির্দেশ পেয়ে সোমবার ঘটনাস্থলে পৌঁছে ঘোড়দৌড় প্রতিযোগিতা বন্ধ করে দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে আসার পর আয়োজকরা হঠাৎ করে ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু করে। এতে এ অনাকাংখিত ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা দায়ের করা হয় নি। আমরা অপেক্ষায় আছি। বাদী পক্ষ থেকে মামলা দায়ের করা না হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়