Tuesday, November 27

:: কানাইঘাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু ::

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে গাজী বুরহান উদ্দিন সড়কের শিকদার ব্রীজের নয়াগ্রামের পাশে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলেটগামী একটি বাসের ধাক্কায় তিন বছরের শিশু মিলি বেগমের মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরদিকে সিলেট-জকিগঞ্জ রাস্তার দলইমাটি যাত্রী ছাউনির পাশে রাস্তা পারাপারের সময় মুহিব উদ্দিন (৬৫) দ্রুতগামী একটি অটোরিক্সা সিএনজি’র (সিলেট-থ-১১-২৩৫০) ধাক্কায় গুরুতর আহত হন। আহতকে উদ্ধার করে ওমেক হাসপাতালে নেয়ার পথে রাস্তায় সে মারা য়ায়। জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে নয়াগ্রামের ছমছুর উদ্দিনের ৩ বছরের মেয়ে মিলি বেগম বাড়ী সংলগ্ন বোরহান উদ্দিন সড়কে খেলা করতে যায়। এসময় সিলেটগামী একটি বাস যার নং- সিলেট-থ- ৫৫৫৪ তাকে চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরই ঘাতক বাস চালক পালিয়ে রক্ষা পেলেও স্থানীয় লোকজন বাসটিকে আটক করেন। পৃথক দুটি ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়