কানাইঘাট গাছবাড়ী মর্ডান একাডেমীর ৭ম শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ সুলতান আহমদ হিরো (১৩) গত ৭দিন ধরে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ সুলতান আহমদের পিতা উপজেলার নিজ দলইকান্দি আকুনী দুলাল পাড়া গ্রামের মৃত হাফিজ তজম্মুল আলীর পুত্র মোঃ সুলাইমান স্থানীয় সাংবাদিকদের জানান গত ২৯সেপ্টেম্বর তার পুত্র সুলতান আহমদ বিকেল অনুমানিক সাড়ে ৬টার দিকে নিজ বাড়ী হতে স্থানীয় গাছবাড়ী বাজারে আশার পর সে আর বাড়ীতে ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে এবং আত্মী-স্বজনদের বাড়ীতে খোঁজ খবর নিয়ে তার কোন সন্ধান না পাওয়ায় গতকাল শনিবার কানাইঘাট থানায় পিতা সুলাইমান আহমদ এ ব্যাপারে একটি জিডি করেন। জিডি নং- (২৪৪) ০৬-১০-১২ইং। নিখোঁজ সুলতান আহমদ গাছবাড়ী মর্ডান একাডেমীর ৭ম শ্রেণীর ফাস্ট বয়। হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো রঙের টি-শার্ট ও প্যান্ট ছিল, গায়ের রং- উজ্জ্বল ফর্সা, মুখমন্ডল গোলাকার। কোন সুহৃদ ব্যক্তি তার সন্ধান পেলে (মোবাঃ ০১৭১২-৩২৬২০৩) উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবারের লোকজন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়