Tuesday, October 30

কানাইঘাটের বিশিষ্ট মুরব্বী হাজী আজিজুর রহমানের ইন্তেকাল

কানাইঘাটের বিশিষ্ট মুরব্বী পৌরসভার সুতার গ্রাম গ্রাম নিবাসী জেলা সিভিল সার্জন অফিসের অফিস সহকারী আমিনুর রশিদের পিতা হাজীঃ আজিজুর রহমান (আজই) বার্ধক্য জনিত রোগ ভোগের পর গত শনিবার পবিত্র ঈদু-উল-আযহার দিনে সকাল ১১টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহ .......................রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ৫ছেলে ৫মেয়ে স্ত্রী নাত-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ঐদিন বাদ আসর সুতার গ্রাম জামে মসজিদে আজিজুর রহমানের জানাজার নামাযের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শরীক হন। এদিকে সিভিল সার্জন অফিসের সহকারী আমিনুর রশিদের পিতা সমাজসেবী আজিজুর রহমানের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন আল মিজান, বিএনপি’র সভাপতি মামুনুর রশিদ, সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান মামুন রশিদ, সাবেক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মামুন রশিদ, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ.হান্নান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, বীরদল এন.এম একাডেমীর সহকারী প্রধান শিক্ষক কলামিষ্ট মহিউদ্দিন কানাইঘাট নিউজ সম্পাদক মাহবুবুর রশিদ, প্রমুখ।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়