Sunday, October 28

ধেয়ে আসছে স্যান্ডি, যুক্তরাষ্ট্রের পাঁচ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

ডেস্ক নিউজ,২৮ অক্টোবর:যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন ‘স্যান্ডি’। এরই মধ্যে কয়েকটি উপকূলবর্তী রাজ্যে তীব্র ঝড়ো হাওয়া বইছে। ভয়াবহ ঘূর্ণিঝড় স্যান্ডি স্থানীয় সময় সোমবার ফ্লোরিডা ও ওহাইওতে আঘাত হানতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।স্যান্ডির আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ অবস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।এদিকে, ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ধেয়ে আসা এই ঝড় মোকাবিলায় রাজধানী ওয়াশিংটন, নিউইয়র্ক, প্যানসিলভ্যানিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড এবং উপকূলীয় কাউন্টি নর্থ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। তবে এর গতিবেগ আরো বাড়ছে বলে জানায় আবহাওয়া কর্মকর্তারা। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও প্রভাব ফেলেছে হারিকেন স্যান্ডি। দুই প্রার্থী তাদের সফরসূচিতে পরিবর্তন এনেছেন। রমনি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় তার সফর বাতিল করেছেন।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জরুরি বৈঠক করে শক্তিশালী এই ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে নিয়ে তিনি হোয়াইট হাউসে বসে ঝড়ের গতিবিধি পর্যবেক্ষণ করছেন।তীব্র শীতের মধ্যে ঝড়ো হাওয়া অব্যাহত থাকলে মাত্র নয় দিন পর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।গত সপ্তাহে হারিকেন স্যান্ডির আঘাতে জ্যামাইকা, হাইতি, কিউবা, বাহামাসহ ক্যারিবীয় অঞ্চলে প্রায় ৬০ ব্যক্তি প্রাণ হারায়। এছাড়া এসব দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় স্যান্ডি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়