গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
রোববার বেলা আড়াইটায় সংসদের স্পিকারের কার্যালয়ে স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট তাকে শপথ পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, রিমির মা ও প্রেসিডিয়াম সদস্য জোহরা তাজউদ্দিন, হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, হুইপ সাগুফতা ইয়াসমিন প্রমুখ।বর্তমান সংসদের স্বল্প মেয়াদে কী ভূমিকা রাখবেন এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, যতটুকু সম্ভব তার সবটকু দিয়েই কাজ করবো।উল্লেখ্য, সিমিন হোসেন রিমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের বড় বোন। সোহেল তাজ ওই আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন। পরে সংসদ সদস্যপদ থেকে তিনি অব্যাহতি নিলে আসনটি খালি হয়। গত ৩০ সেপ্টেম্বর ওই আসনের উপনির্বাচনে রিমি জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তার চাচা আফসারউদ্দিন খান। অবশ্য তিনি শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করেন। এলাকার ৪৩ শতাংশ ভোটার ওই উপ-নির্বাচনে ভোট দেন। সিমিন হোসেন রিমি পান ৬৩ হাজার ৪০১ ভোট। আফসারউদ্দিন খান পান ২৬ হাজার ৩৪৯ ভোট। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়