শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি। স্থায়ী নিয়োগ পাওয়া চারজন বিচারপতিকে শপথ দিয়েছেন প্রধান বিচারপতি। সোমবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্টের একটি অডিটেরিয়ামে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন তাদের শপথবাক্য পাঠ করান।শপথ নেয়া চার বিচারক হলেন- বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।এ সময় সুপ্রিমকোর্টের অন্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম।
গতকাল রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ অতিরিক্ত চারজন বিচারপতির স্থায়ী নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে।
সংবিধানের ৯৫ অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে রোববার রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাদের এ স্থায়ী নিয়োগ দেন।ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়