আব্দুল্লাহ আল নোমান:
কানাইঘাট উপজেলার হারাতইল শাহী ঈদগাহে প্রবীণ আলিম হাফিজ আনিসুলহক (৭৫) ইন্তেকাল ( ইন্নালিল্লাহে ...... রাজেউন) করেছেন। শনিবার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার পর ঈদগাহেই তিনি মারা যান।
হাফিজ আনিসুল হক জেল রোডের শাহ আবু তোরাব জামে মসজিদের পেশ ইমাম ও খতিব। হারাতইল বেতু গ্রামে তার বাড়ি। কানাইঘাট উপজেলার হারাতইল শাহী ঈদগাহ প্রতিষ্ঠাকাল থেকেই তিনি নামাজের ইমামতি করে আসছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি বার্ধ্যক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন।
হাফিজ আনিসুল হক জেল রোডের শাহ আবু তোরাব জামে মসজিদের পেশ ইমাম ও খতিব। হারাতইল বেতু গ্রামে তার বাড়ি। কানাইঘাট উপজেলার হারাতইল শাহী ঈদগাহ প্রতিষ্ঠাকাল থেকেই তিনি নামাজের ইমামতি করে আসছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি বার্ধ্যক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়