Saturday, October 27

কানাইঘাটে ঈদের জামাতে ইমামের মৃত্যু

আব্দুল্লাহ আল নোমান:
কানাইঘাট উপজেলার হারাতইল শাহী ঈদগাহে প্রবীণ আলিম হাফিজ আনিসুলহক (৭৫) ইন্তেকাল ( ইন্নালিল্লাহে ...... রাজেউন) করেছেন। শনিবার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার পর ঈদগাহেই তিনি মারা যান।

হাফিজ আনিসুল হক জেল রোডের শাহ আবু তোরাব জামে মসজিদের পেশ ইমাম ও খতিব। হার‍াতইল বেতু গ্রামে তার বাড়ি। কানাইঘাট উপজেলার হারাতইল শাহী ঈদগাহ প্রতিষ্ঠাকাল থেকেই তিনি নামাজের ইমামতি করে আসছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি বার্ধ্যক্যজনিত রোগে মৃত্যুবরণ করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়