Tuesday, October 23

কানাইঘাটে দেওয়াল ধ্বসে তিন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
আজ বিকাল ৫টায় কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের উজান বারাপৈত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন একটি ভবনের একাংশের পাকা দেওয়াল ভাঙ্গার সময় দেওয়ালের একটি বিরাট অংশের নিচে চাঁপা পড়ে ৩ নির্মাণ শ্রমিক ঘটনাস্থলে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। নিহত নির্মাণ শ্রমিকরা হলেন, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ভাটি বারাপৈত গ্রামের পঙ্কিরাজার পুত্র মোহাম্মদ আলী (২০) একই গ্রামের ফয়জুল করিমের পুত্র হামিদুর রহমান (১৮) ও লোহাজুরী গ্রামের নূর আহমদ (৩০)। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, উজান বারাপৈত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজাম উদ্দিনের নির্দেশে পুরাতন ভবনের দেওয়াল ভাঙ্গার কাজ করার সময় হঠাৎ করে বিকাল অনুমান ৫টায় দেওয়ালের বিরাট একটি অংশ দুমড়ে মুচড়ে কর্মরত এ তিন শ্রমিকের উপর ধসে পড়লে তারা ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় শত শত লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেওয়ালের নিচে চাঁপা পড়া তিন শ্রমিকের লাশ উদ্ধার করে স্কুল আঙ্গিনায় রেখেছেন। তিন নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি স্বীকার করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই স্থানীয় সাংবাদিকদের জানান, লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ৩ নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে দুঃখ ও সহমর্মিতা প্রকাশ করে বলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি ব্যতিরেকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রমিকদের দিয়ে নিজ উদ্যোগে স্কুলের পুরাতন ভবনের দেওয়াল ভাঙ্গার সিদ্ধান্ত নেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে। অপর দিকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজাম উদ্দিনের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি, তার মুঠো ফোনটি বন্ধ রয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়