Friday, October 19

কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষ্যে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ

আজ থেকে শুরু হওয়া হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কানাইঘাটে ২৮টি পূজা মন্ডবে শান্তি শৃঙ্খলা রার্থে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সর্বস্থরের নারী পুরুষদের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। গত ১২ অক্টোবর কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই উপজেলা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় ২৮টি পূজা মন্ডবের শান্তিশৃঙ্খলা রার্থে পর্যাপ্ত পরিমান পুলিশের পাশাপাশি দুইশ’র উপরে অধিক আনসার বিডিবি’র সদস্যদের মোতায়েন করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আস্বস্থ করা হয়। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৮টি পূজা মন্ডবে ১৫টন চাল সরকারীভাবে বরাদ্ধ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন জানিয়েছেন। ওসি আব্দুল হাই স্থানীয় সাংবাদিকদের জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা নির্বিঘে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পূজামন্ডব গুলোতে নিয়মিত টহলের পাশাপাশি পুলিশের অনেকগুলি দল কাজ করবে। তিনি পূজামন্ডব গুলোর শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সকল সম্প্রদায় ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়