Friday, October 12

কুয়েতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় কানাইঘাটের বুলবুল হাসানের অকাল মৃত্যু

কুয়েতে কর্মস্থল থেকে ভাষায় ফেরার পথে গত বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় কানাইঘাট পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত হাজী ফয়েজ আহমদের পুত্র দুই সন্তানের জনক বুলবুল হাসান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের আত্মীয়-স্বজন ও সহকর্মীরা জানান, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত অনুমানিক ১২টার দিকে নিহত বুলবুল হাসান তার কর্মস্থল কুয়েতের সুয়েক ফেক্টরী থেকে কাজ শেষে বাসায় গাড়ী যোগে ফেরার পথে পথিমধ্যে বিপরতি দিক থেকে আসা অপর একটি বাস গাড়ীর মুখোমুখি সংঘর্ষে বুলবুল হাসান গুরুতর আহত হন। এসময় তার সহকর্মীরা দ্রুত থাকে নিকটবর্তী কুয়েতের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। বুলবুল হাসানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সেখানে অবস্থানরাত বাংলাদেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বুলবুল হাসানের মৃত্যুর বিষয়টি বাংলাদেশ কুয়েত চেম্বার অব কমার্স ইন্ডাষ্টিজ সহসভাপতি আলহাজ্ব এম.এ.মুমিন চৌধুরী নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বুলবুল হাসানের ঘাতক চালক ও বাসকে কুয়েতের পুলিশ আটক করেছে। তার লাশ দেশে দ্রুত ফিরিয়ে আনার ল্েয এবং তাঁর তি পূরণের বিষয়টি নিশ্চিত করার জন্য কুয়েত বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার আলী রেজা ও বুলবুলের কর্মস্থল কোম্পানীর সাথে তিনি কথা বলেছেন। নিহতের ছোটভাই নুরুল ইসলাম জানিয়েছেন ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য কুয়েত বাংলাদেশ দূতাবাসে প্রয়োজনীয় কাগজ পত্র পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত ফয়েজ আহমদের চার ছেলে ও এক মেয়ের মধ্যে বুলবুল হাসান ছিলেন তৃতীয় সন্তান। এক ছেলে এক মেয়ের জনক বুলবুল হাসান ১৯বৎসর পূর্বে কুয়েতে পাড়ি জমান। সম্প্রতি ৪মাস পূর্বে দেশে ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যাবার পর সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে হারান তিনি।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়