আগামী ১৭ অক্টোবর সারাদেশে শান্তিপূর্ণ গণমিছিল করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। পূর্ব ঘোষিত এ কর্মসূচি রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হবে। এছাড়া দেশের প্রতিটি জেলা ও মহানগরেও গণমিছিল করবে ১৮দলীয় জোট। সরকারের নির্যাতন ও নিপীরনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের কথা জানাতেই এ গণমিছিলের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি সাংবাদিকদের জানান, রামুর ঘটনা তদন্ত হওয়ার আগেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল। নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, হলমার্ক, পদ্মা সেতু ও শেয়ারবাজারের দুর্নীতি থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্যই সরকার এ ঘটনা ঘটিয়ে। এ কলঙ্ক থেকে তারা কোনদিনই রেহাই পাবে না।তিনি বলেন, সরকারের দুর্নীতির কারণে আন্তর্জাতিক পরিম-লে দেশ আজ দুর্নীতিগ্রস্ত হিসেবে পরিচিত হয়েছে।
তিনি সরকারের প্রতি আশা প্রকাশ করে বলেন, সরকার বিএনপির এ শান্তিপূর্ণ মিছিলের অনুমতি দেবে এবং কোন ধরনের বাধা দেওয়ার চেষ্টা করবে না। ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়