কানাইঘাট উপজেলা সুরমা নদীর বুকে তলিয়ে যাওয়া সরকারের প্রায় কোটি টাকার ফেরীটি আজও উদ্বার হয়নি।কানাইঘাটে সুরমা নদীর উপরে কোন ব্রীজ না থাকায় সরাসরি জকিগঞ্জের সাথে কানাইঘাটের যোগাযোগ ব্যবস্থা ছিল বিচ্ছিন্ন। এলাকাবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে ২০০০ সালে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের সহযোগিতায় কানাইঘাট সদর খেয়াঘাটে একটি ফেরী আনা হলেও ফেরীটি আনার পর জনস্বার্থে ব্যবহার না করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়। পরিত্যক্ত অবস্থায় ফেরীটির মূল্যবান মেশিন সরকারী নির্দেশে উঠিয়ে নেওয়া হয়েছে বলে জানা যায়। প্রায় ৬ বৎসর পূর্বে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ফেরীটি উল্টে গিয়ে নদীর গর্ভে তলিয়ে যায়। তীরের সাথে বাঁধা লোহার তারের রশিগুলো এখনও সাক্ষী হয়ে আছে। কিন্তু' এতটি বছর পরও সরকারের এই সম্পদটি উদ্বার করা হয়নি। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,শুষ্ক মৌসুমে সুরমা নদীতে পানি শুকিয়ে যাওয়ায় ফেরীটি চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো অনেকটা উদ্বার করা হয়েছে,এখন তেমন তুলনামূলক মূল্যবান যন্ত্রপাতি নেই।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়