Monday, September 3

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া পরিচালনা কমিটির সম্পাদক নিয়ে কানাইঘাটে ইউএনও ও শিক্ষক সমাজ মুখোমুখী

৪১তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসার উপজেলা পর্যায়ের আজকের খেলা কানাইঘাট উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিকগণ বয়কট করেছেন। উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসার শিক নেতৃবৃন্দের কাছ থেকে জানা যায়, গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া অনুষ্ঠানের কমিটি গঠন উপলক্ষ্যে গত ২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাহী কর্মকর্তা ও জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া কমিটির সভাপতি এস.এম.সোহরাব হোসেনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসার প্রতিনিধিদের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ শূণ্য থাকায় তাঁর পরিবর্তে সর্বসম্মতিক্রমে জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের জন্য কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মনোনীত করা হয় এবং খেলা পরিচালনার জন্য বিভিন্ন উপ কমিটিও গঠন করা হয়। কিন্তু গতকাল হঠাৎ করে পূর্বের মনোনীত সাধারণ সম্পাদকের পদসহ অধিকাংশ সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেন তাঁর একক ক্ষমতাবলে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার ২ পাতার নতুন অপর একটি কমিটি গঠনের রেজুলেশনের কপি সকল প্রতিষ্ঠান প্রধানদের কাছে প্রেরণ করেন। বিদ্যালয়ের শিক্ষকগণ এরূপ একক সিদ্ধান্তের চিঠি পেয়ে বিস্মিত হন এবং তাৎণিক সকল বিদ্যালয় প্রধানগণ গতকাল বিকাল ৫টায় কানাইঘাট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কার্যালয়ে এক জরুরী সভায় মিলিত হন। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মুফাজ্জিল আলীর সভাপতিত্বে সভায় ব্যাপক আলাপ-আলোচনা শেষে এই সিদ্ধান্তে উপনীত হন যে ২৯ তারিখের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মনোনীত সাধারণ সম্পাদক ও অধিকাংশ উপ-কমিটি পরিবর্তন করায় আজকের ৪১তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসার উপজেলা পর্যায়ের খেলা বয়কট করবেন বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ স্থানীয় এমপি হাফিজ আহমদ মজুমদার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করেছেন বলে তারা জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পদাধিকার বলে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি হিসাবে তিনি যেকোন সিদ্ধান্ত পরিবর্তন বা পরিবর্ধন করতে পারেন। তিনি আরো বলেন, কোন শিক্ষকই বিধি মোতাবেক উক্ত ক্রীড়া অনুষ্ঠানে সচিবের দায়িত্ব পালন করতে পারেন না। ক্রীড়া প্রতিযোগীতায় অংশ গ্রহণ না করলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপকে জানানো হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়