Tuesday, September 25

কানাইঘাট ১৯ দিন ধরে স্কুল ছাত্র নিখোঁজ

কানাইঘাট সুরতুন্নেছা মেমোরিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মকসুদুল আলম (১৩) ১৯ দিন ধরে নিখোজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোজ মকসুদুল আলমের পিতা কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটি হাওর গ্রামের সিরাজ উদ্দিন (৪০) জানান, গত ৬ সেপ্টেম্বর সকালে তার পুত্র মকসুদুল আলম গ্রামের মসজিদে সকালে মক্তবে পড়ার জন্য বাড়ী থেকে বের হয়। এর পর সে আর বাড়িতে ফিরে না আশায় পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাননি। পুত্রকে ফিরে না পেয়ে গত ২২সেপ্টেম্বর পিতা সিরাজ উদ্দিন কানাইঘাট থানায় একটি জিডি করেন। থানার জিডি নং (৭৯৭)। সুরতুননেছা মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র মকসুদুল আলম নিখোঁজের ঘটনায় তাঁর দরিদ্র পিতা সিরাজ উদ্দিন ও মা-ভাই বোনেরা পুত্র হারানোর সুখে বার বার মুর্ছা যাচ্ছেন। তাঁর সহপাঠী স্কুলের শিক্ষার্থী ও শিকদের মধ্যেও উৎকন্ঠা বিরাজ করছে। হারিয়ে যাওয়ার সময় মকসুদুল আলমের পরনে একটি চেক লুঙ্গিও সাদা হাফ সার্ট ছিল। তার গায়ের রং শ্যামলা এবং সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।কোণ সুহৃদ ব্যক্তি তার সন্দান পেলে ০১৭৪৬৪৬৩৭৯৬ নাম্বারে যোগা যোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়