কানাইঘাট সদর ইউনিয়নের কচুপাড়া গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্যারালাইসিস রোগ ভোগের পর গত শুক্রবার বিকাল ৩টায় নিজবাড়ীতে ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি--------- রাজীউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন রাত ৮টায় গ্রামের জামে মসজিদে জানাযার নামাযের পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের গুরুস্থানে বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে সমাহিত করা হয়। জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল হকসহ তাহার সহকর্মী মুক্তিযোদ্ধারা ও এলাকার সর্বস্তরের লোকজন শরীক হন। এ দিকে দরিদ্র এ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের আর্থিক ভাবে সহায়তার জন্য সরকারের প্রতি উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা আহবান জানিয়েছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়