কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের সর্দারীপাড়া গ্রামের মৃত আব্দুল হকের মেয়ে মোছাঃ হাওয়ারুন নেছা নামে ৫২বছর বয়সী এক মহিলা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তার পরিবারের লোকজন জানান গত ১৬সেপ্টেম্বর সকালে নিজ বাড়ী থেকে কানাইঘাট বাজারে এসে নিখোঁজ হন হাওয়ারুন নেছা। হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো বোরকা ও কালো রঙের একটি সাইট ব্যাগ ছিল। তাঁর গায়ের রং শ্যামলা, মুখমন্ডল লম্বাটে। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে অনেক খোঁজাখুজি করার পরও অদ্যাবধি তাঁর কোন সন্ধান না পেয়ে গতকাল সোমবার কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। থানার ডায়রী নং ৯১১, ২৪-০৯-১২ইং। হারিয়ে যাওয়া এ মহিলা দীর্ঘদিন ধরে মানষিক রোগে ভোগছিলেন বলে তাঁর স্বজনরা জানিয়েছেন। কোন সুহৃদ ব্যক্তি নিখোঁজ হওয়া হাওয়ারুন নেছার কোন সন্ধান পেলে ০১৭১৬-৪৬৭৮৮৫ উক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য তাঁর পরিবারের লোকজন অনুরোধ করেছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়