Monday, September 24

কানাইঘাটে নবগঠিত হোটেল শ্রমিকদলের আনন্দ মিছিল

জাতীয়তাবাদী হোটেল শ্রমিকদলের কানাইঘাট উপজেলা শাখার প্রথম ৬১টি সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন লাভ করায় হোটেল শ্রমিকদলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে গত রবিবার বাদ মাগরিব কানাইঘাট বাজারে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদণি শেষে পূর্ব বাজারে গিয়ে এক পথ সভায় মিলিত হয়। উপজেলা হোটেল শ্রমিকদলের নবগঠিত কমিটির সভাপতি শ্রমিক নেতা বিলাল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক এবাদুর রহমান লালই, পৌর শ্রমিকদলের আহবায়ক শরীফ উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মামুন রশিদ, হেলাল আহমদ, পৌর ছাত্রদলের সভাপতি নূরুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন, হোটেল শ্রমিকদলের সিনিয়র সহসভাপতি ইব্রাহিম লাল, সহসভাপতি আতিক আহমদ, ইসলাম উদ্দিন, আজির উদ্দিন, ফরমুজ আলী, মোস্তাক আহমদ, তবারক আলী, আহমদ আলী প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়