যুক্তরাজ্য শাখা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদের গণ সংবর্ধনাকে কেন্দ্র করে আজ বুধবার কানাইঘাট গাছবাড়ী বাজারে স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের দু’পরে মধ্যে পাল্টাপাল্টি সংবর্ধনাস্থলে সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনার প্রেক্ষিতে কানাইঘাট উপজেলা প্রশাসন গাছবাড়ী বাজার ও আশপাশ এলাকায় গতকাল সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গাছবাড়ী বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, গাছবাড়ী এলাকার সন্তান যুক্তরাজ্য শাখা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে গত ২৭ রমজান কানাইঘাট উপজেলা ৭,৮,৯ নং ইউপি আ’লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে গাছবাড়ী বাজারে আজ ১২ সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত গণসংবর্ধনার আয়োজন করা হয়। যথারীতি সংবর্ধনা সভায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আ’লীগের সভাপতি বদর উদ্দিন কামরানকে প্রধান অতিথি এবং সিলেট মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আছাদ উদ্দিন ও সিটি কাউন্সিলার আ’লীগ নেতা আজাদুর রহমান আজাদ এবং রণজিত সরকারসহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দকে বিশষ অতিথি করে উপজেলা জুড়ে সম্প্রতি পোস্টারিং ও মাইকিং করা হয়। কিন্তু উপজেলা যুবলীগের নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে শামীম আহমদের সংবর্ধনার আয়োজনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে এ নিয়ে এলাকায় সংবর্ধনার পক্ষে বিপক্ষে দু’গ্র“পের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজনার প্রেক্ষিতে গত শুক্রবার আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল্লাহর সভাপতিত্বে স্থানীয় আ’লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দেরকে নিয়ে গাছবাড়ী বাজারে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যুবলীগ নেতৃবৃন্দ সংবর্ধনার তারিখ পরিবর্তনের দাবী জানান। অপরদিকে সংবর্ধনার আয়োজনকারীরা ১২তারিখের সংবর্ধনার সবধরনের প্রস্তুতি গ্রহণ করলে গত কয়েকদিন ধরে গাছবাড়ী বাজার এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুক আহমদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনসহ যুবলীগের নেতৃবৃন্দ সংবর্ধনা সভায় না আসার জন্য মেয়র কামরান ও অতিথিদের বারণ করেন। তারপরও সংবর্ধনার আয়োজন কারীরা গতকাল শামীম আহমদের গণসংবর্ধনাকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণের পাশাপাশি গাছবাড়ী দক্ষিণ বাজারে সকালে মঞ্চ তৈরী করে মাইকিং শুরু করলে যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, যুবলীগ নেতা জিয়া উদ্দিনের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা সংবর্ধনাস্থলে পাল্টা শেখ হাসিনার সমুদ্র বিজয় উপলক্ষে সমাবেশের ডাক দেয়। এ নিয়ে দু’গ্র“পের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে গতকাল সকাল ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. সোহরাব হোসেন কানাইঘাট থানার ওসি রফিকুল হোসেইন গাছবাড়ী বাজারে ছুটে যান। বিবধমান দু’টি গ্র“পের মধ্যে সংঘাত ও সংঘর্ষ এড়াতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা রার্থে নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত গাছবাড়ী বাজার ও আশপাশ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ধারা জারি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গাছবাড়ী বাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসনের ১৪৪ধারা জারি নিয়ে পরষ্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। শামীম আহমদের সংবর্ধনা আয়োজনকারীরা বলেছেন যুবলীগের কতিপয় নেতাকর্মীদের জেলা আ’লীগের এক নেতা ইন্ধন দিয়ে সংবর্ধনাস্থলে পাল্টা সমাবেশের ডাক দিলে ১৪৪ধারা জারি করা হয়। স্থানীয় আ’লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ভবিষ্যতে ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেবে। অপরদিকে সংবর্ধনা বিরোধী গ্র“পের নেতাকর্মীরা জানিয়েছেন পূর্ব নির্ধারিত শেখ হাসিনার সমুদ্র বিজয় উপলক্ষে আজ তাদের সভাস্থলে শামীম আহমদের সংবর্ধনার আয়োজন করা হয়। এ সংবর্ধনার সাথে যুবলীগ ও আ’লীগের কোন সম্পর্ক নেই। যুক্তরাজ্য শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠন তাকে সংবর্ধিত করার জন্য পূর্ব নির্ধারিত ১২সেপ্টেম্বর সংবর্ধনার আয়োজন করেন। যারা প্রশাসনকে দিয়ে উদ্দেশ্যমূলকভাবে সভাস্থলে ১৪৪ ধারা জারি করিয়েছে তাদের দলের নেতাকর্মীরা কখনও ক্ষমা করবে না। গাছবাড়ী এলাকার সর্বস্থরের মানুষ ও দলের নেতাকর্মীরা আমাকে যে সম্মান দেখিয়েছে তাতে আমি ভবিষ্যতে রাজনীতিতে আরো সক্রীয় হওয়ার চেষ্টা করব।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়