Friday, August 24

নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে: মওদুদ

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যতদিন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি সুরাহা না হবে, ততদিন সব ধরনের কৌশল নেওয়া হবে। সরকারকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। কারণ এটা জনগণের আন্দোলন। অন্তর্বতী সরকারের প্রস্তাব প্রধানমন্ত্রীর ছিল না। আর প্রস্তাব থাকলেও তা গ্রহণযোগ্য হবে না।তিনি বলেন, অন্তর্বতী সরকারে আপনি যদি প্রধানমন্ত্রী হন এবং মন্ত্রিপরিষদের সব সদস্য বিরোধী দলের হয় আমরা তাতেও রাজি না। নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নির্বাচন আপনাদের জন্যও সম্মানজনক হবে।মওদুদ আহমদ বলেন, গ্রামীণব্যাংক সংশোধনী অধ্যাদেশ জারির মাধ্যমে সরকার গরিব-নিগৃহীত নারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে এ অধ্যাদেশ বাতিল করে গরিব নারীদের হারানো ক্ষমতা ফিরিয়ে দেবে।�নির্বাচন পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাব: জনগণের শঙ্কা� শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক দল (জাসাস)। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ, স্বদেশ জাগরণ পরিষদের সভাপতি মো. কামরুজ্জামান।গত বুধবার রাতে গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে �গ্রামীণব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০১২� জারি করে সরকার। সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এই অধ্যাদেশ জারি করেন। মওদুদ বলেন, সরকারের অন্যান্য ব্যাংকের মতো গ্রামীণব্যাংক নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ অধ্যাদেশের মধ্য দিয়ে শেয়ারহোল্ডারদের ভোটাধিকার থাকছে না। তিনি বলেন, এ অধ্যাদেশ প্রত্যাহার করুন, তাদের মতো চলতে দিন। খবর ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়