Monday, August 20

রোববার সাত জেলার ১২৫ গ্রামে ঈদ উদযাপিত

রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সাত জেলার ১২৫ গ্রামে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর, ফরিদপুর, পটুয়াখালী, পিরোজপুর, চট্টগ্রাম, শেরপুর ও জামালপুরে উদযাপিত হচ্ছে এই ঈদ উৎসব।চাঁদপুর: জেলার হাজীগঞ্জের সাদ্রা, বলাখাল, রামচন্দ্রপুর, অলিপুর; ফরিদগঞ্জের বাশারা, শোল্লা, সাচন মেঘ, মুন্সীরহাট, মূলপাড়া, বদরপুর, প্রতাপপুর, মহেশপুর, তেলিসাইর, উভারামপুর, সুরঙ্গচালসহ ৪০টি গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে।১৯২৮ সাল থেকে হাজীগঞ্জে সাদ্রার পীর মরহুম মাওলানা ইসহাকের অনুসারীরা পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে সৌদি আরবসহ অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে ঈদ উৎসব পালন করে যাচ্ছেন। পরে আশপাশের অন্যান্য স্থানেও একই নিয়মে ঈদুল ফিতর উদযাপন শুরু হয়। এরই ধারাবাহিকতায় এসব গ্রামের মানুষ সৌদি আরবে যেদিন ঈদ উদযাপিত হয়, সেদিন ঈদ উদযাপন করেন।ফরিদপুর: জেলার বোয়ালমারী উপজেলার চারটি ও আলফাডাঙ্গা উপজেলার একটি গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে।আলফাডাঙ্গা কলেজের প্রভাষক মো. মাহিদুল হক বলেন, �নবীজির জন্ম যেহেতু সৌদি আরবে, এ জন্য আমরা সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ উদযাপন করি।�পটুয়াখালী: জেলার সদর, গলাচিপা, বাউফল ও কলাপাড়া উপজেলার ২২টি গ্রামের মানুষ আজ ঈদ উদযাপন করছেন। সকাল ১০টায় পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফ প্রাঙ্গণ ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।পিরোজপুর: জেলার মঠবাড়িয়া উপজেলার ছয়টি গ্রামে আজ ঈদ উদযাপিত হচ্ছে। সকাল ১০টার দিকে সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকারবাড়ি ও কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদ আলী হাওলাদারের বাড়িতে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। দুই জামাতে ইমামতি করেন মুন্সী শাহ আলম ও মৌলভি হায়দার আলী।কচুবাড়িয়া গ্রামের ফরহাদ হোসেন বলেন, �আমরা ২০ জুলাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছি এবং ১৯ আগস্ট) সৌদি আরবের সঙ্গেই ঈদ উদযাপন করছি।�সাপলেজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন জমাদ্দার ছয়টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের সত্যতা নিশ্চিত করেছেন।চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশের ৫০টি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। হানাফি মাজহাবের অনুসারীরা দীর্ঘ ২০০ বছর ধরে ঈদসহ সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করে আসছেন।শেরপুর: শেরপুরের সদর উপজেলার চরখারচর গ্রামের শতাধিক পরিবার আজ ঈদ উদযাপন করছে। আজ সকালে তারা চরখারচর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করে।ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান এ কে এম রফিকুল ইসলাম বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওই গ্রামের বাসিন্দারা ৪০ বছর ধরে ঈদ উদযাপন করে আসছেন। তাঁরা সুরেশ্বর পীরের অনুসারী বলে তিনি জানান।জামালপুর: জেলার সরিষাবাড়ীতে আজ সকাল সাড়ে নয়টায় আহলে হাদিস জামায়াতের উদ্যোগে উত্তর বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। পাঁচ বছর ধরে বলারদিয়ার গ্রামের মুসল্লিরা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করে আসছেন।ফেয়ার নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়