Monday, July 2

কানাইঘাটে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিল্লাল কানাইঘাটে সার্বিক বন্যা পরিস্থিতি প্রত্য করার জন্য উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা গতকাল রবিবার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বন্যা দুর্গত মানুষের সাথে কথা বলে শান্ত্বনা প্রদান করেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। তিনি বন্যায় তিগ্রস্থ রাস্তাঘাট, নদী ভাঙ্গন ঘুরে দেখেন। বন্যা পরবর্তী সরকারী ভাবে তিগ্রস্থ অবকাঠামো মেরামত ও গৃহহারা লোকজনদের পুনর্বাসনের জন্য সব ধরণের পদপে নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন। বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক খান মোহাম্মদ বিল্লাল রাত ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ তাদের স্ব স্ব ইউনিয়নের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে। ইউপি চেয়ারম্যানরা এবারের বন্যার ভয়াবহতা তুলে ধরে বলেন, পুরো উপজেলার রাস্তাঘাট, ব্যাপক য়তির পাশাপাশি নদী ভাঙ্গন, মৎস্য ও কৃষি সেক্টরে অপূরণীয় তি সাধনের কথা তুলে ধরেন। তারা দ্রুত সরকারী উদ্যোগে রাস্তাঘাট পুনঃ মেরামতের জোর দাবী জানান। এছাড়া সরকারী কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের য়তি তুলে ধরেন। জেলা প্রশাসক বন্যাপরবর্তী তিগ্রস্থ অবকাঠামোর উন্নয়ন, গৃহহারা লোকজনকে পুনর্বাসনের আশ্বাস করে বলেন, ইতিমধ্যে বন্যার য়তি তুলে ধরে সরকারের উর্ধ্বতন কর্তৃপকে অবহিত করা হয়েছে। প্রতিদিন কানাইঘাটের দুর্গত মানুষের খোজ-খবর প্রশাসনের মাধ্যমে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সরকারী ভাবে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরও ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হবে। তিনি সরকারের পাশাপাশি বিত্তশালী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠকের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রাণী দাস, উপজেলা কৃষি কর্মকর্তা ড. রতন চন্দ দে, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেইন, ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, রফিক আহমদ চৌধুরী, ফয়েজ আহমদ, আব্দুল মুমিন চৌধুরী, ডাক্তার মানিক মিয়া প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়