Monday, July 2

কানাইঘাটে ন্যাশনাল লাইফের মৃত্যু দাবির চেক হস্তান্তর

কানাইঘাটে ন্যাশনাল লাইফের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের উদ্যোগে মরনোত্তর বীমা দাবীর ৩ ল ৩৯ হাজার ৩শ টাকার চেক হস্তান্তর উপল্েয কোম্পানীর কানাইঘাট বাজারস্থ জোনাল অফিসে গতকাল রবিবার সকাল ১১টায় এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। কানাইঘাট জোনাল অফিসের ইনচার্জ মোঃ আব্দুল হাই’র সভাপতিত্বে এবং কোঅর্ডিনেটর শাহেদ আহমদের পরিচালনায় উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর চীফ জোনাল ম্যানেজার বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব হরিপদ রায় টিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেস কাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল হক খোকন, কানাইঘাট প্রেসকাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন কানাইঘাট জোনাল অফিসের কোঅর্ডিনেটর সুমিতা রায়, মাওঃ কুদরতুলাহ, হিসাব রক রাশেদা আক্তার, জনবীমার সুহেল আহমদ, বীমা গ্রাহক আব্দুল গফুর প্রমুখ। অনুষ্ঠান শেষে কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের গ্রাহক পৌরসভার নন্দিরাই গ্রামের সৌদি আরব প্রবাসী মরহুম মুবশ্বির আলীর নমিনী স্ত্রী মিছবাউন নেছার কাছে কোম্পানীর কর্মকর্তা ও অতিথিবৃন্দ নগদ মরনোত্তর বীমা দাবীর ৩ ল ৩৯ হাজার ৩শ টাকার চেক তুলে দেন। প্রসঙ্গ যে, প্রবাসী মুবশ্বির আলী ২০০৫ সালে ন্যাশনাল লাইফ কানাইঘাট জোনাল অফিসে ১৮ বছর মেয়াদী ২ ল ৬০ হাজার টাকার একটি পলিসি গ্রহণ করে ১ ল ৩৫ হাজার ৩শ ৬০ টাকা পরিশোধ করে এবং পলিসির অনূকূলে ৬৫ হাজার বোনাস গ্রহণ করেন। গত রমজান মাসে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মুবশ্বির আলী মারা যান। গতকাল তার বীমা দাবীর সমূহ টাকা পরিশোধ করা হয়। কোম্পানীর চীফ জোনাল ম্যানেজার হরিপদ রায় টিপু তার বক্তব্যে বলেন, সর্বেেত্র সততা ও উত্তম সেবার মাধ্যমে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স তার গ্রাহকদের মৃত্যু দাবী, বোনাস প্রদান, পলিসি শেষে বীমা দাবী পরিশোধ এবং প্রযুক্তির মাধ্যমে সবধরণের সেবা দেওয়ায় কোম্পানীর সাফল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উলেখ্য যে, ২০১২ সালে কোম্পানীর কানাইঘাট জোনাল অফিস ৪শ ২৫জন বীমা পলিসি গ্রাহককে বোনাস বাবদ ৮২ ল টাকা, মেয়াদ শেষে পলিসি বাবদ ৫৪ ল টাকা ও ৯টি মৃত্যু দাবীর অনুকূলে ২৩ ল টাকা প্রদান করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়