Sunday, July 8

কানাইঘাটে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে হাফিজ আহমদ মজুমদার এমপি বন্যা পরবর্তী পুর্নবাসনে সরকারের পক্ষ থেকে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে

সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার দীর্ঘদিন পর তার নিজ নির্বাচনী এলাকা কানাইঘাটে বন্যা পরবর্তী বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা আজ রবিবার দিনভর পরিদর্শন করেন। বন্যা দুর্গত এলাকা পরিদর্শনের সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ দীর্ঘদিন পর তাঁকে কাছে পেয়ে নানা প্রশ্ন বানে জর্জরিত করেন। বেলা ১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বন্যা পরবর্তী পূর্নবাসন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম.পি মজুমদার। নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং ৬নং সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক চৌধুরী। পৌর মেয়র লুৎফুর রহমানসহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা মতাসীনদলের নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে মতবিনিময় সভায় বক্তারা কানাইঘাটে বিগত ভয়াবহ বন্যায় রাস্তাঘাট, নদীভাঙ্গন, মৎস্য ও কৃষি সেক্টরের য়তির চিত্র তুলে ধরেন। ইউপি চেয়ারম্যানরা দ্রুত রাস্তাঘাট মেরামত নদীভাঙ্গন রোধে কার্যকারী প্রদপে গ্রহণ এবং বন্যায় গৃহহারা মানুষের পূর্ণবাসন ও ভিজিএফ-বিজিডি কার্ডের সংখ্যা বৃদ্ধি ও কর্মসৃজন-কর্মসূচীর শ্রমিক সংখ্যা বৃদ্ধির জোরদাবী জানান এম.পি হাফিজ মজুমদারের কাছে। পৌরসভার মেয়র উপজেলা আ’লীগের সাবেক সভাপতি লুৎফুর রহমানসহ সরকার দলের বিভিন্ন নেতাকর্মী প্রতিশ্র“তির পরও দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরও জরাজীর্ণ যানবাহন চলাচলের অনুপযোগী জনগুরুত্বপূর্ণ শাহবাগ কানাইঘাট-দরবস্ত সড়কের সংস্কার কাজ সম্পন্ন না হওয়ায় জনসাধারণের কাছে তাদের জবাবদিহি করতে হচ্ছে। সরকারের ভাবমূর্তি রার্থে দ্রুত উক্ত রাস্তার কাজ সম্পন্নের দাবী জানান। সংসদ হাফিজ আহমদ মজুমদার তার বক্তব্যে বন্যা পরবর্তী কানাইঘাটের তিগ্রস্ত রাস্তাঘাট পূণঃ মেরামত, নদী ভাঙ্গন রোধ এবং গৃহহারা লোকজনদের পূর্ণবাসনে সরকারের প থেকে সবধরনের পদপে নেওয়া হবে বলে জানান। শারীরিক অসুস্থতার কারনে নির্বাচনী এলাকায় ঘন ঘন আসতে না পেরে দুঃখ প্রকাশ করে বলেন, কানাইঘাটবাসীর উন্নয়নের জন্য তাঁর সবধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত শাহবাগ-কানাইঘাট-দরবস্ত সড়কের কাজ শুরু হবে বলে প্রতিশ্র“তি দেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক মস্তাক আহমদ পলাশ, আ’লীগ নেতা নিজাম উদ্দিন আল মিজান, জালাল উদ্দিন, মাসুদ আহমদ, জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম, মুমিন চৌধুরী, ফয়েজ আহমদ, সাহাব উদ্দিন প্রমুখ। এছাড়া হাফিজ আহমদ মজুমদার উপজেলার ৫নং বড়চতুল ইউপি, ৬নং সদর ইউনিয়ন, কানাইঘাট পৌরসভা, ১নং লীপ্রসাদ পশ্চিম, ৮নং ঝিংগাবাড়ী এবং ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্ট ইউপি অফিসে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এসময় তাঁর সাথে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড, এল.জি.ডি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়