শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জাডেব) আয়োজিত এক মাবনবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, সরকার সমর্থিত ভিসি নিয়োগের ফলেই বুয়েটে ছাত্র-শিক্ষক অসন্তোষ সৃষ্টি হয়েছে। কিন্তু তারপরও সরকারের টনক নড়ছে না। শুধু বুয়েট নয়, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয়করণের কারণে প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে।ফারুক বলেন, �বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিলের পর এখন সরকার পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন, নিজস্ব অর্থায়নে সেতু হবে। অন্যদিকে, আওয়ামী লীগ সমর্থিত লোকজন বিশ্বব্যাংকের সামনে ঋণ পুনর্বিবেচনার জন্য বিক্ষোভ করছেন। এর ফলে পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর হবে, কিন্তু সেতু হবে না।��পদ্মাসেতু নির্মাণে দুর্নীতিবাজদের নামের তালিকা জনসম্মুখে প্রকাশের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, �বিএনপিকে বাদ দিয়ে জাতীয় নির্বাচন করার চিন্তা করলে তা স্বপ্নই থাকবে। বাজেট অধিবেশন যেহেতু শেষ, তাই বিশেষ অধিবেশন ডেকে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সংযোজন করুন।খবর:-ফেয়ার নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়